Title
বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমের ৩য় দিন সম্পন্ন।
Details
[২২ মার্চ ২০২২ খ্রি.]
চাকরি নয়, সেবা’—এই শ্লোগানে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে ২য় দিন উত্তীর্ণ প্রার্থীদের সিরাজগঞ্জ পুলিশ লাইনস্ মাঠে সকাল ৭ টা থেকে ৩য় দিনের কার্যক্রম Physical Endurance Test (PET) এর দৌড়, ড্র্যাগিং এবং রোপ ক্লাইমিং পরীক্ষা সম্পন্ন হয়।
Physical Endurance Test (PET) পরীক্ষায় সিরাজগঞ্জ জেলার নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি জনাব হাসিবুল আলম, বিপিএম, পুলিশ সুপার, সিরাজগঞ্জ মহোদয়, নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যগণ, বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি-সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিয়োগ কার্যক্রমের সাথে সম্পৃক্ত সকল পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
প্রার্থীদের Physical Endurance Test (PET) পরীক্ষার ৩য় দিনের কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করায় নিয়োগ বোর্ডের সকল সদস্যসহ নিয়োগ ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন পুলিশ সুপার মহোদয়।
আগামী ২৯ মার্চ, ২০২২ খ্রিঃ তারিখে উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা সিরাজগঞ্জ পুলিশ লাইনস্ স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হবে।