Title
বাংলাদেশ পুলিশে ট্রেনিং রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা ফেব্রুয়ারি-২০২২ এর ফলাফল প্রকাশ।
Details
শনিবার (০৯ এপ্রিল) রাতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে সিরাজগঞ্জ জেলায় নিয়োগ যোগ্য প্রকৃত শূন্য পদের বিপরীতে সরকার কর্তৃক জারীকৃত বিদ্যমান সাধারণ, মুক্তিযোদ্ধা, আনসার ও ভিডিপি পোষ্য এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা পদ্ধতি অনুসরণ করে শারীরিক মাপ Physical Endurance Test (PET) এর সকল ইভেন্টে কৃতকার্যদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী নিয়োগ কার্যক্রম শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে সম্পন্ন করে ফলাফল প্রকাশ করা হয়।
সিরাজগঞ্জ জেলা (টিআরসি) নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি পুলিশ সুপার জনাব হাসিবুল আলম, বিপিএম মহোদয় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল ও নাম ঘোষণা করেন এবং জেলা পুলিশের পক্ষ থেকে
অভিনন্দন
ও শুভেচ্ছা জানান। এ সময় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থী আবেগপ্রবণ হয়ে তাৎক্ষণিক অনুভূতি ব্যক্ত করেন।
এ সময় পুলিশ সুপার বলেন, পুলিশ কনস্টেবল নিয়োগ সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ করার লক্ষে মাননীয় আইজিপি মহোদয়ের উদ্যোগে সম্পূর্ণ নতুন নিয়মে কনস্টেবল নিয়োগ পরীক্ষাটি সম্পন্ন হয়েছে। আমরা সিরাজগঞ্জ জেলাবাসীকে কথা দিয়েছিলাম একটি স্বচ্ছ ও সুন্দর নিয়োগ উপহার দেয়ার, আমরা আমাদের কথা রেখেছি। তিনি আরো বলেন, বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা ফেব্রুয়ারি-২০২২ এর সিরাজগঞ্জ জেলায় চূড়ান্তভাবে যারা নির্বাচিত হয়েছে; তারা সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হয়েছে।
পরিশেষে চূড়ান্তভাবে উত্তীর্ণদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দেশসেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, চূড়ান্তভাবে মুক্তিযোদ্ধা (কোটা) পুরুষ-১২ জন, পুলিশ পোষ্য কোটা (পুরুষ)-০৭ জন, ক্ষুদ্র-নৃগোষ্ঠী (পুরুষ)-০৪ জন, সাধারণ কোটা (পুরুষ)-৫৫ জন, সাধারণ কোটা (নারী)-০৭ জন, ক্ষুদ্র-নৃগোষ্ঠী (নারী)-০১ জনসহ সর্বমোট ৮৬ জনকে মনোনীত করা হয় ।
এ সময় নিয়োগ বোর্ডের সদস্যসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, নিয়োগ কার্যক্রম এর সাথে সম্পৃক্ত পুলিশ সদস্যগণ ও প্রার্থী উপস্থিত ছিলেন।