Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
সিরাজগঞ্জ জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমের ২য় দিন।
Details

[২১ মার্চ ২০২২ খ্রি.]
"চাকরি নয়, সেবা" এই স্লোগানে আজ সোমবার (২১ মার্চ) ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে প্রথম দিনের উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়। শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ে বাছাইকৃত প্রার্থীদের সকাল ৮.০০টা হতে সিরাজগঞ্জ পুলিশ লাইনস্ মাঠে শারীরিক সক্ষমতা যাচাই Physical Endurance Test (PET) এর ১ম ইভেন্ট (২০০ মিটার দৌড়), ২য় ইভেন্ট (পুশ-আপ), ৩য় ইভেন্ট (লং জাম্প), ৪র্থ ইভেন্ট (হাই জাম্প) পরীক্ষা কার্যক্রম চলমান।
এ সময় পুলিশ সুপার চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে শুধুমাত্র যোগ্য ও মেধাবীদের চাকরি দেয়া হবে। এবারের কনস্টেবল পদে নিয়োগ হবে অত্যন্ত স্বচ্ছ নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত পন্থায়। যে সকল পরীক্ষার্থী শারীরিক সক্ষমতায় যোগ্য বিবেচিত হয়ে অন্যান্য সকল পরীক্ষায় ভালো করবে; শুধুমাত্র তারাই এবার কনস্টেবল পদে নিয়োগ পাবে। 
তিনি আরো বলেন, এ বছর যারা ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)'পদে নিয়োগপ্রাপ্ত হবেন, তারা তাদের নিজ যোগ্যতায় নিয়োগপ্রাপ্ত হবেন, বিধায় তারা এবং তাদের পরিবার কোন প্রকার প্রতারক ও দালাল চক্রের খপ্পরে না পড়ে এ বিষয়ে সতর্ক থাকার জন্য সকলকে আহ্বান জানান। 
উক্ত পরীক্ষায় সিরাজগঞ্জ জেলার নিয়োগ বোর্ডের সভাপতি সম্মানিত পুলিশ সুপার জনাব হাসিবুল আলম, বিপিএম মহোদয়, নিয়োগ বোর্ডের সদস্যগণ, বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি-সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিয়োগ কার্যক্রমের সাথে সম্পৃক্ত সকল পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Image
Attachments
Publish Date
21/03/2022
Archieve Date
21/03/2022