পুলিশ ক্লিয়ারেন্স
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার জন্য প্রয়োজনীয় শর্তাবলী
১। আবেদনকারীর পাসপোর্টে উল্লেখিত স্থায়ী কিংবা বর্তমান ঠিকানার যে কোন একটি অবশ্যই সংশ্লিষ্ট মেট্রোপলিটন / জেলা পুলিশের আওতাধীন এলাকায় অবস্থিত হতে হবে এবং আবেদনকারীকে/ যার জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট চাওয়া হয়েছে তাকে অবশ্যই ঐ ঠিকানার বাসিন্দা হতে হবে ।
২। বিদেশে অবস্থানকারী কোন ব্যক্তির পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার জন্য তিনি যে দেশে অবস্থান করছেন সে দেশে বাংলাদেশ দূতাবাস/হাইকমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক পাসপোর্টের তথ্য পাতার সত্যায়িত কপি তার পক্ষে করা আবেদনের সাথে দাখিল করতে হবে ।
৩। মেশিন রিডেবল পাসপোর্টের (এম আর পি) এর ক্ষেত্রে যদি পাসপোর্টে ঠিকানা উল্লেখ না থাকে তবে ঠিকানার প্রমাণ স্বরূপ জাতীয় পরিচয় পত্র/জন্ম নিবন্ধন সনদপত্র/স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এর সনদপত্রের ফটোকপি ১ম শ্রেণীর সরকারী গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে দাখিল করতে হবে ।
৪। সোনালী ব্যাংকের কোড নং-১-৭৩০১-০০০১-২৬৮১ তে ৫০০ টাকা ট্রেজারী চালান করতে হবে।
০৫। পাসপোর্ট সাইজের সত্যায়িত ০১ কপি ছবি।
চাকুরির ভেরিফিকেশন
চাকুরির ভেরিফিকেশনঃ
সাধারনত চাকুরির ভেরিফিকেশনের জন্য ভেরিফিকেশন ফরম রয়েছে৷ তা সংশিস্নষ্ট সংস্থা কর্তৃক দুই কপি ফরম চাকুরির প্রার্থীকে সরবরাহ করা হয়৷ চাকুরির প্রার্থী তা পূরণ করে সংশিস্নষ্ট অফিসে জমা দেয়৷ সংশ্লিষ্ট অফিস নিম্নলিখিত বিষয়ের তথ্য জানার জন্য সংশিস্নষ্ট পুলিশ সুপারের অফিসে উক্ত দুই কপি ফরম প্রেরন করেঃ-
ক) নাম-ঠিকানা সঠিক আছে কিনা (খ) জন্ম সূত্রে বাংলাদেশী নাগরিক কিনা৷
গ) শিক্ষাগত যোগ্যতা সঠিক আছে কিনা ৷
ঘ) ব্যক্তিচরিত্র সংক্রান্ত৷
ঙ) মামলা আছে কি না তা যাচাই ৷
চ) কোন রাজনৈতিক দলের সদস্য আছে কি না তা যাচাই ৷
ছ) থানা রেকর্ডে তার সম্পর্কে কোন কিছু লিখিত আছে কি না তা যাচাই ৷
জ) বর্তমান ও স্থায়ী ঠিকানা যাচাই ৷
পুলিশ সুপার কার্যালয়ের জেলা বিশেষ শাখা থেকে উক্ত তথ্যগুলো সরেজমিনে পরিদর্শন ও পর্যবেক্ষণ দ্বারা রিপোর্ট সংগ্রহ করে রিপোর্ট প্রদান করা হয়৷
কিকি কারনে পুলিশ ভেরিফিকেশন লাগে।
ভেরিফিকেশন ফরম :
উইমেন্স সাপোর্ট সেন্টর
অফিসারগণের পদবী |
নাম |
মোবাইল নাম্বার |
এএসআই |
মোছাঃ মৌসুতী
|
01734213261 |
কনস্টবল |
মোছাঃ সবেদা
|
|
|
|
|
সেবা প্রদানের সংক্ষিপ্ত বিবরনঃ
০১. অভিযোগকারী প্রথমে এসে দাম্পত্য কলহ/যৌতুক সংক্রান্ত/অন্যান্য বিষয়ে অভিযোগ করে মাননীয় পুলিশ সুপাররে বরাবর। পুলিশ সুপার উক্ত অভিযোগটি উইমেন্স সাপোর্ট সেন্টারে প্রেরন করেন।
০২.উইমেন্স সাপোর্ট সেন্টার প্রাপ্ত হওয়ার পর সাপোর্ট সেন্টারের ইনচার্জ অভিযোগটি পর্যালোচনা করিয়া বাদি বিবাদীর ঠিকানা সংশ্লিষ্ট থানার মাধ্যমে ধার্য তারিখে হাজির হওয়ার জন্য নোটিশ প্রদান করেন।
০৩. বাদি বিবাদী উপস্থিত হইলে বাদির পারিবারিক অভিযোগটি মনযোগ সহকাররে শ্রবণ করিয়া অভিযোগের ভিত্তিতে উভয়ের শালিসদারদের সাথে কাউন্সিলিং এর মাধ্যমে সমঝোতা করা হয়।
০৪. বাদি বিবাদী খুব সহজেই হয়রানী না হয়ে বা আর্থিক ক্ষতিগ্রস্থ না হয়ে এখান থেকে সেবা পেয়ে থাকেন।
০৫. উইমেন্স সাপোর্ট সেন্টারে আগতদের কোন দালালের মাধ্যমে আসার প্রয়োজন হয় না। অভিযোগকারীরা সরাসরি আসিয়া তাদের অভিযোগ মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নিকট দাখিল করতে পারেন।
০৬. এখানে ধনী, গরীব, সুবিধা বঞ্চিত এবং প্রতিবন্ধিদের পারিবারিক বিষয়গুলি ব্যাপারে সেবা দিয়ে থাকে।
উইমেন্স সাপোর্ট সেন্টারের সংক্ষিপ্ত বিবরণঃ
নোয়াখালী উইমেন্স সাপোর্ট সেন্টারে স্বামী স্ত্রীর মধ্যে মনমালিন্য, যৌতুক সমস্যা, পারিবারিক কলহ ইত্যাদি ছোটখাট সমস্যা আলোচনার মাধ্যমে সম্ভাব্য নিষ্পত্তির লক্ষে একজন নারী এসআই ও ০২ জন নারী কনস্টেবল এর সমন্বয়ে গঠিত। স্বামী স্ত্রীর দাম্পত্য ও পারিবারিক জীবনের কোন সমস্য ও অভিযোগ নিয়ে সেবা প্রত্যাশি ভিকটিম থানায় হাজির হলে থানায় মামলা রুজুর পূর্বে তাকে/তাদেরকে উইমেন্স সাপোর্ট সেন্টারে পাঠানো হয়। অভিযোগকারী ভিকটিম উইমেন্স সাপোর্ট সেন্টারে আসার পর দায়িত্বপ্রাপ্ত এসআই ভিকটিমকে একটি লিখিত অভিযোগ দেয়ার জন্য বলে। উক্ত অভিযোগটি মাননীয় পুলিশ সুপার নিজে অথবা পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ)/অতিরিক্ত পুলিশ সুপার(সদর) স্বাক্ষর করে উইমেন্স সাপোর্ট সেন্টারে প্রেরণ করেন। সাপোর্ট সেন্টারে অভিযোগটি আসার পর অভিযোগ কারী এবং অভিযুক্তকে হাজির হওয়ার জন্য সংশ্লিষ্ট থানার মাধ্যমে নোটিশ প্রদান করা হয়। উভয়পক্ষ আসার পর তাদের এবং তাদের মনোনিত প্রতিনিধিদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করা হয়। উভয় পক্ষ সম্মতি থাকলে বিষয়টি এখানেই নিষ্পত্তি হয়। নতুবা অভিযোগকারীকে থানায় গিয়ে নিয়মিত মামলা/আদালতের স্মরাণাপন্ন হওয়ায়র জন্য পরামর্শ প্রদান করা হয়।
নারী, শিশু ও প্রতিবন্ধী হেল্প ডেস্ক,সিরাজগঞ্জ
জরুরী সেবাঃ
নারী, শিশু ও প্রতিবন্ধী হেল্প ডেস্ক |
১০৯/১০৯২১ |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS